আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

মুনাফায় ফিরেছে মডার্ণ ডাইং

modernশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মডার্ণ ডাইং লিমিটেড তৃতীয় প্রান্তিক শেষে মুনাফায় ফিরেছে। এর আগে চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ৩ লাখ ৪০ হাজার টাকা লোকসানে ছিল।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি জানুয়ারি ২০১৫ থেকে মার্চ ২০১৫ পর্যন্ত এ তিন মাসে কর পরিশোধের পর নীট মুনাফা করেছে ৮ লাখ ৯০ হাজার টাকা। এই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৬৫ টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা ছিল ৬ লাখ টাকা এবং ইপিএস ছিল ০.৪৪ টাকা।

এদিকে চলতি ২০১৪-২০১৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৪-মার্চ’১৫) কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৫৭ টাকা। এর আগের বছর এই ৯ মাসে নীট মুনাফা ছিল ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.২১ টাকা।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৩-২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/তু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.