আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

পাক বাহিনীর গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

শেয়ারবাজার ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার দিনের শুরুর দিকে রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে।

এদিকে, জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানিয়েছেন, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

নয়াদিল্লি প্রায় নিয়মিতভাবে অভিযোগ করে আসছে যে, পাকিস্তান অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে কাশ্মিরি গেরিলাদেরকে। পাশাপাশি গেরিলাদেরকে সীমান্ত পেরিয়ে গিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলার সুযোগ করে দেয়। পাকিস্তান এসব অভিযোগ জোরালো ভাষায় নাকচ করে থাকে।

দেশটি বলছে, ভারতই বরং জম্মু-কাশ্মিরে ‘যুদ্ধাপরাধ’ ঘটাচ্ছে এবং পাকিস্তানে সন্ত্রাসী পাঠাচ্ছে। পার্সটুডে

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.