আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

অর্ধেক অবদানই ২০ কোম্পানির!

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে দৈনিক লেনদেনে ভাটা পড়েছে। গতকাল ২৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে টার্নওভারের শীর্ষে অবস্থান করা ২০ কোম্পানির লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ মোট লেনদেনের ৪৬.৯৭ শতাংশ বা প্রায় অর্ধেক অবদানই রেখেছে ২০ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গতকাল মোট টার্নওভারের প্রায় অর্ধেক অবদান রাখা কোম্পানিগুলো হলো: নাহি অ্যালমুনিয়াম, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রাক ব্রাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, এমারেল্ড অয়েল, সিটি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লাফার্জ সুরমা, লিগ্যাসি ফুটওয়্যার, রুপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

শীর্ষে অবস্থান করা নাহি অ্যালমুনিয়ামের ৪৭ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রথমদিনেই কোম্পানিটির ৪৯ লাখ ৪২ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়। তারপরের অবস্থানে থাকা ন্যাশনাল টিউবসের ১৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১০ লাখ ৪৭ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন হয়।

এছাড়া টার্নওভারের শীর্ষ ২০ কোম্পানির মধ্যে অন্যান্য কোম্পানি যেমন বিবিএস ক্যাবলসের ৯ লাখ ৫৬ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১০ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা। ‍রুপালী লাইফের ১৭ লাখ ৭৬ হাজার ১৬৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকা।

ব্রাক ব্যাংকের ৮ লাখ ১০ হাজার ৩৫০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার টাকা। পদ্মা লাইফের ১৬ লাখ ১৯ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকা। ওয়াটা কেমিক্যালের ৩ লাখ ১০ হাজার ৮৮১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার টাকা।

স্কয়ার ফার্মার ২ লাখ ৪৭ হাজার ৮৮১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৭ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকা। প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ লাখ ১৬ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৬ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা। টার্নওভারের ১০ম স্থানে থাকা এমারেল্ড ওয়েলের ২৩ লাখ ৯৬ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৫ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার টাকা।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.