আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ওরিয়ন ইনফিউশনের ইপিএস কমেছে ৬১৬ শতাংশ

orion_infution_sharebazar_newsশেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশ লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে ৬১৬ শতাংশ । ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি তৃতীয় প্রান্তীকে (জানুয়ারি ২০১৫-মার্চ ২০১৫) কোম্পানিটি কর পরিশোধের পর নীট মুনাফা করেছে ৭৮ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৩৮ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা এবং ২.৭২ টাকা।

এদিকে প্রথম ৯ মাসে (জুলাই’১৪-মার্চ’১৫) কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.৩০ টাকা। এর আগের বছর এই ৯ মাসে নীট মুনাফা ছিল ৭ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ছিল ৩.৬১ টাকা। ৩১ মার্চ১৫ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ১৫ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩-২০১৪ হিসাব বছরে ৭ কোটি ৪১ লাখ টাকা নীট মুনাফা করেছিল। এই সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারবাজারনিউজ / রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.