আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

সর্বোচ্চ অবস্থানে ডিএসই’র তিন সূচক

শেয়ারবাজার রিপোর্ট: সাফল্যের মাইলফলক হিসেবে ইতিহাসের পাতায় শেয়ারবাজার থেকে বিদায় নিল আরো একটি বছর। ২০১৭ সালে দু-একবার সাময়িক দরপতন বাদ দিলে সারা বছরই গতিশীলতার মধ্যেই কেটেছে দেশের শেয়ারবাজার৷ এসময় বাজারের লেনদেনেরর পাশাপাশি মূল্যসূচকও  রেকর্ড করে নতুন উচ্চতায় অবস্থান করছে শেয়ারবাজার৷

এই বছরটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  তিন ধরনের সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ২৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৬.০৮ শতাংশ ও ডিএসই শরীয়াহ সূচক ১৬.৬৮ শতাংশ বেড়ে নতুন মাইফলকে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স): ২০১৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ১২০৮.৪৭ পয়েন্ট বা ২৪.০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬২৪৪.৫২ পয়েন্টে উন্নিত হয়৷ ২০১৭ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৬৩৩৬.৮৮ পয়েন্টে উন্নিত হয় এবং সর্বনিম্ন ছিল ৫,০৮৩.৮৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷ এ সুচক চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ৷

ডিএসই ৩০ সূচক (ডিএসই৩০): ২০১৭ সালে ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৪৭২.৩১ পয়েন্ট বা ২৬.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৮৩.২৩ পয়েন্টে উন্নিত হয়৷ ২০১৭ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২২৯০.৩৫ পয়েন্টে উন্নিত হয় এবং সর্বনিম্ন ছিল ১৮২১.৮৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ১৪৭৩.০১ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷ এ সূচক চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ৷

ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস): একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সুচক (ডিএসইএস) ১৯৮.৮০ পয়েন্ট বা ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৯০.৬৭ পয়েন্টে উন্নিত হয়৷ ২০১৭ (ডিএসইএস) মূল্য সূচক সর্বোচ্চ ১৩৯৪.২৬ পয়েন্টে উন্নিত হয় এবং সর্বনিম্ন ছিল ১২০০.৫৩ পয়েন্ট৷ ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১.২৮ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷ এ সূচক চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ৷

 

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.