আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ ডিসেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

দেখে নিন ২০১৭ শেষে ব্যাংকের পরিচালন মুনাফা

শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংক খাতে আগ্রাসি ঋণ বিদায়ী বছর ২০১৭ সাল শেষে দেশের ব্যাংকিং খাতের অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, পরিচালন মুনাফার ওপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগের কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ পরিচালন মুনাফা থেকে নিট মুনাফা বা প্রকৃত মুনাফার ধারণা পাওয়া কঠিন। পরিচালন মুনাফা থেকে খেলাপি ও মন্দ ঋণের বিপরীতে সঞ্চিতি রাখা এবং আয় কর পরিশোধের পর প্রকৃত মুনাফা বা নিট মুনাফার পরিমাণ জানা সম্ভব।

২০১৭ সালে বরাবরের মতো ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে। এ বছর ব্যাংকটি ২ হাজার ৪২০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছর ছিল দুই হাজার কোটি টাকা।

ন্যাশনাল ব্যাংক ১ হাজার ২১৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৮১ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের পরিচালনা মুনাফা হয়েছে ৭১১ কোটি টাকা, এর আগের বছর ছিল ৬৫০ কোটি টাকা।

সাইথইস্ট ব্যাংক ৯০১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ছিল ৮৫০ কোটি টাকা।

প্রিমিয়ার ব্যাংকের মুনাফা হয়েছে ৪৫০ কোটি টাকা। গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল ৩২৬ কোটি টাকা।

ইস্টার্ন ব্যাংক পরিচালন মুনাফা করে ৭৫০ কোটি টাকা। ২০১৬ সালে ছিল ৬৪১ কোটি টাকা।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুনাফা ৮০৯ কোটি টাকা, গত বছর ছিল ৭৫৪ কোটি টাকা।

দ্য সিটি ব্যাংকের পরিচালন মুনাফা ৬৯০ কোটি টাকা। ২০১৬ সালে ছিল ৭৭৭ কোটি টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা মুনাফা হয়েছে ৬৬০ কোটি টাকা। আগের বছর ছিল ৬০১ কোটি টাকা।

ট্রাস্ট ব্যাংক ২০১৭ সালে ৬৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ছিল ৫০১ কোটি টাকা।

আইএফআইসি ব্যাংক মুনাফা করেছে ৫০৪ কোটি টাকা। গত বছর ছিল ৪৫০ কোটি টাকা।

ব্যাংক এশিয়ার মুনাফা হয়েছে ৬৯৫ কোটি টাকা। গত বছর ছিল ৫৯০ কোটি টাকা।

মার্কেন্টাইল ব্যাংক মুনাফা করেছে ৭১১ কোটি টাকা, আগের বছর যা ছিল ৫০৮ কোটি টাকা।

পূবালী ব্যাংক মুনাফা করেছে ৯১৫ কোটি টাকা। আগের বছর ছিল ৬৭৩ কোটি টাকা।

এনসিসি ব্যাংকের মুনাফা হয়েছে ৫৩৫ কোটি টাকা, ২০১৬ সালে ছিল ৪৭০ কোটি টাকা।

ডাচ বাংলা ২০১৭ সালে পরিচালন মুনাফা করেছে ৭৫০ কোটি টাকা, এর আগের বছর ছিল ৫৫২ কোটি টাকা।

যমুনা ব্যাংক মুনাফা করেছে ৪৮৫ কোটি টাকা, আগের বছর ছিল ৪২২ কোটি টাকা।

স্ট্যান্ডার্ড ব্যাংক মুনাফা করেছে ৩৬০ কোটি টাকা। আগের বছর মুনাফা ছিল ২৯৭ কোটি টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪৭৫ কোটি টাকা। আগের বছর ছিল ৩৭২ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা করেছে ৩৬০ কোটি টাকা। ২০১৬ সালে মুনাফা করেছিল ২৯৭ কোটি টাকা।

রূপালী ব্যাংক ২০১৭ সালে ৫১১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। এর আগের বছর ১০০ কোটি টাকা লোকসান ছিল।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২০১৭ সালে ৪১৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ছিল ৩৪০ কোটি টাকা।

ওয়ান ব্যাংক ২০১৭ সালে ৫৫০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে ছিল ৪৩৯ কোটি টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২০১৭ সালে ৫৬০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৬ সালে  ছিল ৭৬৫ কোটি টাকা।

উল্লেখ্য, পরিচালন মুনাফা থেকে ব্যাংকগুলোকে আগে নিয়মিত ঋণ ও খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হবে। নিয়মিত ঋণের বিপরীতে প্রভিশন ১ থেকে ২ শতাংশ, খেলাপির মধ্যে নিম্নমান ঋণে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণে ৫০ শতাংশ এবং মন্দ ঋণে শতভাগ প্রভিশন রাখতে হয়। এর পরে মূলধন বাড়াতে তহবিলের একটি অংশ নিতে হবে রিজার্ভ তহবিলে। পরিশোধ করতে হবে আয়কর। এরপরে যা থাকবে তা থেকে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়া যাবে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.