আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ জানুয়ারী ২০১৮, বুধবার |

kidarkar

দেখে নিন ২০১৭ আর্থিক খাতের কোম্পানিগুলো কত টাকার শেয়ার লেনদেন করেছে

শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বিদায়ী বছরে নন-ব্যাকিং আর্থিক খাতে লেনদেন বেড়েছে ১৫৭.৬০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী বছরে (ডিসেম্বর-জানুয়ারী’১৭) আর্থিক খাতে ৬৩১ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২২ হাজার ৫৫৪ কোটি ৫ লাখ ৬৬ হাজার ২১১ টাকা। যা আগের অর্থবছরে লেনদেন হয়েছিলো ৩০৩ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৩০৯টি শেয়ার। যার বাজার দর ছিলো ৭ হাজার ৬০৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৫৯৩ টাকা। সে হিসেবে আর্থিক খাতের লেনদেন বেড়েছে ১১ হাজার ৯৮৯ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৩৩৬ টাকা বা ১৫৭.৬০ শতাংশ।

গত অর্থবছরে আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। বিদায়ী বছরে কোম্পানির মোট ১২৯ কোটি ৬৯ লাখ ২০ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭ হাজার ৩৭৭ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭০৩ টাকা। এরপরের স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স। ২০১৭ সালে কোম্পানিটির মোট ৩৮ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৯২১ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আইসিবি। সমাপ্ত বছরে কোম্পানির মোট ৭ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ২৮০ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ২৬৭ টাকা।

এছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের ২৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৫৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৮৪ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৮০৯ টাকা। উত্তরা ফাইন্যান্সের ৭ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫২৯ কোটি ৪৩ লাখ ৮ হাজার ২০০ টাকা। মাইডাস ফাইন্যান্সের ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১০৫ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৮২২ টাকা। ফার্স্ট ফাইন্যান্সের ৫ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬৭ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৬২ টাকা। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ১৮ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৩৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭২৫ টাকা।

প্রাইম ফাইন্যান্সের ৫ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬৯ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৩৭৭ টাকা। প্রিমিয়াম লিজিংয়ের ৪৯ কোটি ৪ লাখ ৭১ হাজার ৩২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৮৬৯ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ২১০ টাকা। ইসলামী ফাইন্যান্সের ৪২ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৩২ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৯৩৩ টাকা। বিআইএফসির ১ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৯২১ টাকা।

আইপিডিসি ফাইন্যান্সের ১৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৮১৭ কোটি ৪৫ লাখ ২ হাজার ১৯৯ টাকা। ইউনিয়ন ক্যাপিটালের ২৮ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৪৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭১১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৭১ টাকা। বিএফআইসির ৫৭ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৭০৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৪৭ টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪১ কোটি ৩২ লাখ ৫৭ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৫২ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৬৩৭ টাকা।

ফিনিক্স ফাইন্যান্সের ১৬ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৮২০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৫৭৬ টাকা। ফাস ফাইন্যান্সের ৫৯ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১১২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৮৩৯ টাকা। বে-লিজিং অ্যান্ড ইনভেস্টেমেন্টের ১১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩৩২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ১১৮ টাকা। জিএসপি ফাইন্যান্সের ২৫ কোটি ১২ লাখ ১৭ হাজার ৩১৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৪৬ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৭৩৯ টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের ৩০ কোটি ৪১ লাখ ১৭ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩৯২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ১০৯ টাকা। ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫ কোটি ১১ লাখ ৭ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬০২ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৮০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩২ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.