আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

মালালাকে হত্যার চেষ্টায় ৪ জনকে যাবজ্জীবন

মালালাশেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাঈয়ের ওপর হামলা করার একটি মামলায় চারজনের যাবজ্জীবন (২৫ বছর জেল) কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত। বৃহস্পতিবারি এই রায় দেওয়া হয়।
২০১২ সালের অক্টোবরে সোয়াত ভ্যালির মিনগোড়া শহরের নিজের স্কুল থেকে বাসায় ফেরার পথে মালালাকে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলা দায় স্বীকার করে।
তবে দণ্ডপ্রাপ্তরা তালেবানের সদস্য কিনা, তা নিশ্চিত করে জানা যায়নি। ২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছিল, মালালা ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরও শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় স্থান অর্জন করেছেন নোবেলজয়ী ও পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফ জাঈ। খেলাধুলা, সাংবাদিকতায়, রাজনীতি, বিজ্ঞাপন, স্থাপনা, শিক্ষাসহ ২৪টি সূচকের ভিত্তিতে ব্রিটেনের প্রভাবশালী ৫০০ জনের বার্ষিক তালিকা তৈরি করে দেশটির বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ডেবরেট। মানবহিতৈষী শিক্ষামূলক সূচকে তারকা এমা ওয়াটসন ও প্রিন্স হ্যারিসহ ২০ জনের ওই তালিকায় স্থান পান মালালা।

সবচেয়ে কম বয়সী শান্তিতে নোবলজয়ী ১৭ বছর বয়স্ক মালালা। ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রভাবশালীদের তালিকায়ও শীর্ষে কিশোরী মালালা। ডেবরেটের প্রধান নির্বাহী জোয়ানা মিলনার বলেন, ব্রিটেনজুড়ে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ৫০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মানবহিতৈষী কাজের জন্য ১৭৬৯ জনের মধ্যে থেকে তাদের বাছাই করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/রা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.