আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জানুয়ারী ২০১৮, মঙ্গলবার |

kidarkar

খালেদাকে বাধা দেয়ার প্রশ্নই উঠে না: সিইসি

শেয়ারবাজার ডেস্ক: দলীয় প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচারণায় অংশ নিতে কোন প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, রাজনৈতিক দল, প্রার্থীসহ সবার সহযোগিতা চান তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তরের মেয়র পদে উপ নির্বাচন এবং উত্তর-দক্ষিণের ৩৬টি সাধারণ ও ১২ টি সংরক্ষিত ওয়ার্ডের তফসিল ঘোষণা করেন সিইসি। এসময় এ কথা জানান তিনি। এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আড়াই বছর আগে ঢাকা সিটির ভোটের সময় খালেদা জিয়া বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় নামায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে গাড়ি বহরকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতিও হয়েছিল। এবারও দলীয় প্রধান খালেদা জিয়ার প্রচারণা নিয়ে কোনো বাধা আসবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না, উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। সবার জন্যে সমান সুযোগ দেব আমরা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও যেন সহযোগিতা করে।’

রাজনৈতিক দলের নেতাদের কর্মসূচিতে আইন শৃঙ্খলাবাহিনী সব সময় সহযোগিতা করেই থাকেন, বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.