আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জানুয়ারী ২০১৮, শুক্রবার |

kidarkar

থ্রি হুইলার অটোরিক্সা বাংলাদেশে বাজারজাত করতে টিভিএসের সাথে ইফাদ মটরসের চুক্তি সই

শেয়ারবাজার রিপোর্ট: টিভিএস ব্র্যান্ডের সিএনজি চালিত থ্রি হুইলার অটোরিক্সা বাংলাদেশে বাজারজাত করতে যাচ্ছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ মটরস লিমিটেড। এ জন্য ভারতের টিভিএস মটর কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষরিত করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (গুলনকশা, হল-১),বসুন্ধরা, ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি পত্র সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, টিভিএস মটর কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস) শ্রী আর. দিলিপ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ভারতীয় টিভিএস মটর কোম্পানির তৈরীকৃত সিএনজি চালিত টিভিএস খ্রি হুইলার অটোরিক্স মান ও গুনের দিক দিয়ে অনেক উন্নত। এ প্রসঙ্গে তিনি অশোক লেল্যান্ডের গাড়ি বাজারজাত করার বিষয়টি উল্লেখ্য করে বলেন, বিগত ৩২ বছরেরও বেশী সময় ধরে ইফাদ গ্রুপ দেশের পরিবহণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভালেঅ মানের পণ্য বাজারজাত করার ফলে ইফাদ গ্রুপ যেভাবে মানুষের আস্থা বিশ্বাস অর্জনে সমর্থ হয়েছে, ভবিষ্যতে সে ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ইফাদ মটর ভারতের অশোক লেল্যান্ডের গাড়ি বাজারজাত করার পর থেকে দেশের পরিবহন খাতে অনেক ভুমিকা অর্জন করে যাচ্ছে। যেখানে ভারত থেকে বাস আমদানি করতে ১৫ দিন সময় লাগতো ইফাদ তা কমিয়ে ৫দিনের মধ্যে এনেছে। এমনকি সিএনজি চালিত থ্রি হুইলার অটো রিক্সা বাংলাদেশে ৮ লাখ টাকা লাগতো ইফাদ তা ৪ লাখ টাকায় এনে দিচ্ছে। থ্রি হুইলার অটো রিক্সা বাজারজাত করার মাধ্যমে শুধুমাত্র দুটি কোম্পানি লাভবান হবে তা না, এতে পরিবহণ ব্যবস্থার উন্নতি, অটোরিক্স মালিক, শ্রমিকও লাভবান হবেন। এছাড়াও ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উপকূলীয় সমুদ্র পরিবহন ও নৌ-পরিবহনের নানা সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে আগত অটোরিকশা মালিক ও শ্রমিকদের সামনে টিভিএস ব্র্যান্ডের থ্রি হুইলারগুলোর নানা দিক তুলে ধরে ইফাদ মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, টিভিএস মটরসের তৈরী অটো রিক্সার বিশেষত্ব হচ্ছে এটি সিএনজি, এলপিজি অথবা ডিজেল উভয় জ্বালানীতেই চলবে। এটি জ্বালানী শাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। টিভিএস অটোরিক্স বাংলাদেশে বাজারজাত করারা মাধ্যমে শুধুমাত্র দুটি কোম্পানিই লাভবান হবে না, অটোরিক্সা মালিক এবং শ্রমিক লাভবান হবার পাশাপাশি যাত্রীরাও কম খরচে যাতায়াত করতে পারবেন।

উল্লেখ্য অশোক লেল্যান্ড গাড়ি বাজারজাত করার মাধ্যমে ১৯৮৬ সালে ইফাদ গ্রুপের যাত্রা শুরু করে। এখন পর্যন্ত কোম্পানিটি দোতলা বাসসহ বিপুল সংখ্যক বানিজ্যিক গাড়ি সরবরাহ করছে। আর সবকিছু ইফাদ নিজ্ব শো-রুম, ডিলারশিপ, জোনাল অফিস এবং অথোরাইজড সার্ভিস নেটওর্য়াকিংয়ের মাধ্যমে করে যাচ্ছে। কোম্পিনিটি একইভাবে থ্রি হুইলার অটো রিক্সাও সারা দেশে পৌছে দিবে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.