আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০১৮, শনিবার |

kidarkar

আইপিএলের নিলামে সাকিব মুস্তাফিজসহ বাংলাদেশি ৮ ক্রিকেটার

শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাদশতম আসরের নিলামে বাংলাদেশের সাকিব মুস্তাফিজসহ ৮ ক্রিকেটারের নাম পাঠানো হয়েছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। গতকাল ১২ জানুয়ারি শেষ হয়েছে ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। যেখানে বাংলাদেশের আটজন সহ ১১২২ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও সাব্বির রহমান এই ৮ জনের নামের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন আইপিএলে ২৮১ জন রয়েছেন জাতীয় দলে খেলা ক্রিকেটার। আর ৮৩৮ জন ক্রিকেটার রয়েছেন জাতীয় দলে না খেলাদের তালিকায় (তিন জন সহযোগী দেশের)। বিদেশিদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, হাশিম আমলা, সাকিব আল হাসান, কুইন্টন ডি কক, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও কাগিসো রাবাদার মতো বিশ্ব সেরা তারকারা।

আর ভারতীয়দের মধ্যে উল্লেখ্যযোগ্য ক্রিকেটার হচ্ছেন যুবরাজ সিং, গৌতম গম্ভির, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরলি বিজয়, হরভজন সিংয়রা

নতুনদের মধ্যে রয়েছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়ক এবারই প্রথম আইপিএল খেলবেন। এছাড়াও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, শেন ওয়াটসন, মিচেল জনসন, ডোয়েন ব্রাভোরা থাকবেন নিলামে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে থাকছেন ডু’প্লেসিস, আমলা, ডেভিড মিলাররা।

বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৫৮ ক্রিকেটার থাকছেন অস্ট্রেলিয়া থেকে। কাছাকাছি ৫৭ ক্রিকেটার থাকবে দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সমান ৩৯ ক্রিকেটার। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের যথাক্রমে ৩০ ও ২০। আফগানিস্তান থেকে ১৩, বাংলাদেশের আট, জিম্বাবুয়ের ৭। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুজন করে। এছাড়া স্কটল্যান্ডের একজন ক্রিকেটার নিলামে থাকছে।

 

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.