আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

ভারতের পুঁজিবাজারে নতুন রেকর্ড

শেয়ারবাজার ডেস্ক: নতুন রেকর্ডের মধ্য দিয়ে অন্যমাত্রায় চলে ভারতের পুঁজিবাজার। মাত্র সতেরো দিনের লেনদেনে সেনসেক্স ১০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার ছাড়িয়েছে।

গতকাল বুধবার ৩৫ হাজারে পৌঁছে ফের নতুন মাইলফলক ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক। মাত্র সতেরো দিন আগে ২৬ ডিসেম্বর সূচক ৩৪ হাজার ছাড়িয়েছিল। পাশাপাশি উচ্চতার নতুন মাত্রায় পৌঁছে নজির গড়েছে এনএসই-র সূচক নিফ্‌টি।

এ দিন সেনসেক্স ৩১০.৭৭ পয়েন্ট বেড়ে শেষ হয় ৩৫,০৮১.৮২ অঙ্কে। ৮৮.১০ পয়েন্ট উঠে ১০,৭৮৮.৫৫ অঙ্কে থিতু হয় নিফ্‌টি।

কিছু দিন আগেই খরচ সামলাতে কেন্দ্র ঘোষণা করেছিল, চলতি অর্থবর্ষে ৫০ হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেবে তারা। কিন্তু এ দিন তারা জানিয়েছে, ২০ হাজার  কোটি টাকার মধ্যেই তা বেঁধে রাখা সম্ভব হবে। এর থেকে বোঝা যাচ্ছে, রাজকোষ ঘাটতি বেঁধে রাখার জায়গায় এসেছে তারা। যা দেশের আর্থিক অবস্থার হাল ফেরার ইঙ্গিত হিসেবেই দেখছে শেয়ার বাজার মহল। কেন্দ্রের ওই ঘোষণার পরেই শেয়ার বাজার দ্রুত উঠতে শুরু করে।

এ দিন ইউরোপ ও এশিয়ার বাজারে সূচকের পতন হয়েছে। কিন্তু দেশের বাজার তাতে আমল দেয়নি।

বাজারের হাল দেখে বিদেশি লগ্নি সংস্থাগুলিও ফের লগ্নি করছে। গত মঙ্গলবার থেকে দু’দিনের লেনদেনেই তারা ভারতে ঢেলেছে ১,৩১৮.৩০ কোটি টাকা। এ দিন তারা ৬২৫.১৩ কোটি টাকার শেয়ার কিনেছে।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.