আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ জানুয়ারী ২০১৮, সোমবার |

kidarkar

৯ ব্যাংকের শেয়ার কিনে আইসিবির লোকসান ৩৮ কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৯ ব্যাংকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ রয়েছে ৯৩৫ কোটি ৪২ লাখ ১৮ হাজার ১০৫ টাকা। এর মধ্যে ৯ ব্যাংকের শেয়ারের বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে নিচে নেমে গেছে। ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড। ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী ৯ ব্যাংকে আইসিবির লোকসান হয়েছে ৩৮ কোটি ১১ লাখ টাকা।  আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, আইসিবির ১নং পোর্টফলিওতে ব্যাংক খাতের ২৯ কোম্পানির মধ্যে ৮টিতে লোকসানে রয়েছে। বিনিয়োগকৃত ৮টি ব্যাংককে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ২৯৫ টাকা।

অন্যদিকে ২নং পোর্টফলিওতে ব্যাংক খাতের ২২ কোম্পানির মধ্যে ৩টিতে লোকসানে রয়েছে। বিনিয়োগকৃত ৩ কোম্পানিতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ লাখ ২ হাজার ৮৫৬ টাকা। অর্থাৎ ২টি পোর্টফলিওতে ব্যাংক খাতের আইসিবির মোট লোকসান হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৮৭ হাজার ১৫১ টাকা।

আইসিবির ১নং পোর্টফলিওতে ৮ ব্যাংকের মধ্যে এবি ব্যাংকে লোকসান রয়েছে ৩০ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৪৭৮ টাকা, ডাচ-বাংলা ব্যাংককে ৪ লাখ ৯ হাজার ৮৭০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংককে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৪৭১ টাকা, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ১৫৭ টাকা, পূবালী ব্যাংকের ২১ লাখ ৩০ হাজার ৫১০ টাকা, রূপালী ব্যাংককে ১ কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৩৯৮ টাকা, সাউথইস্ট ব্যাংককে ১ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ২৫১ টাকা, উত্তরা ব্যাংককে ১ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ১৬০ টাকা লোকসান রয়েছে।

অন্যদিকে, আইসিবির ২নং পোর্টফলিওতে ৩ ব্যাংকের মধ্যে এবি ব্যাংকে লোকসান রয়েছে ৪১ লাখ ৮৫ হাজার ৬৫৯ টাকা, রূপালী ব্যাংককে ২ লাখ ৪৯ হাজার ৩৫০ টাকা এবং এনসিসি ব্যাংককে লোকসান রয়েছে ১২ লাখ ৬৭ হাজার ৮৪৭ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.