আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০১৮, রবিবার |

kidarkar

১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ২ হাজার কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিতেই বিনিয়োগ রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। এর মধ্যে ১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ রয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

কোম্পানিগুলো হলো: ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মা, গ্ল্যাক্সো স্মিথক্লাইন (বিডি), বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড, জ্বালানী ও বিদ্যুৎ খাতের তিতাস গ্যাস, সামিট পাওয়ার, যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড।

এ সকল কোম্পানির মোট ২০ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৮০৮টি শেয়ারে আইসিবির বিনিয়োগের পরিমাণ রয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৪৭৮ টাকা। আইসিবির সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখিত, কোম্পানিরগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশনের। এ কোম্পানির ৩ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৮৩৫টি শেয়ার ৭৩.০২ টাকা দরে কিনেছে আইসিবি। যার কস্টিং মূল্য দাঁড়িয়েছে ২৩৭ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৯০০ টাকা।

এরপের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। এ কোম্পানির ১ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৮২৭টি শেয়ার ২০১.৯৪ টাকা দরে কিনেছে আইসিবি। যার কস্টিং মূল্য দাঁড়িয়েছে ২৩০ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৩৯ টাকা।

পাওয়ার গ্রীডের ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৭৮০টি শেয়ার ৬০.৩৯ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ২১৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ১১৪ টাকা।

বেক্সিমকো লিমিটেডে ৩ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৪৯৯টি শেয়ার ৪৮.৭২ টাকা দরে বিনিয়োগ রয়েছে।যার কস্টিং মূল্য ১৯৪ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৬২০ টাকা।

বিএসআরএম স্টিলের ২ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৪৮৭টি শেয়ার ৮৭.১৮ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১৯১ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকা।

যমুনা অয়েলের ৯৫ লাখ ৫০ হাজার ৯৪৯টি শেয়ার ১৮৭.৭১ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১৭৯ কোটি ২৮ লাখ ২০ হাজার ৮২৮ টাকা।

মেঘনা পেট্রোলিয়ামের ৭৭ লাখ ৩১ হাজার ৭৬২টি শেয়ার ১৯০.৭৮ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১৪৭ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭২ টাকা।

সামিট পাওয়ার লিমিটেডের ৩ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৩৪৬টি শেয়ার ৩৯.৩৩ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১৪৫ কোটি ৪৮ লাখ ৯৬৫ টাকা।

গ্ল্যাক্সো স্মিথক্লাইন (বিডি) লিমিটেডে ১০ লাখ ৪৭ হাজার ১০৯টি শেয়ার ১৩৫৫.৭৯ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১৪১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৯৬১ টাকা।

সর্বশেষ পদ্মা অয়েলের ৪২ লাখ ৫৫ হাজার ২১৪টি শেয়ার ১৬১.১০ টাকা দরে বিনিয়োগ রয়েছে। যার কস্টিং মূল্য ১১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৮৮৪ টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.