আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৫, শনিবার |

kidarkar

অব্যাহত পতনের বৃত্তে শেয়ারবাজার

BazarPoton_SharebazarNewsশেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের দৈনতা যেন কিছুতেই কাটছেনা। একদিন লেনদেন বাড়লেও পরের দিন আবার ঝিমিয়ে যায় বাজার। গত কয়েক দিন যাবৎ শেয়ারবাজারে চলছে সূচক পতনের ধারা। এরই ধারাবাহিকতায় দেশের উভয় শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি কেমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। ফলে দেশের শেয়ারবাজার অব্যাহত পতনের বৃত্তে পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৪৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪০৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৫৪৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪১৯২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১১৫৯২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক অবস্থান করে ১০২৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন করা মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২৫৯টির, অপরিবর্তীত রয়েছে ২৭টি এবং লেনদেন হয়নি ৩টি কোম্পানির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৩৬৩ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৮৪৪ টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৬ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৩৩৬টাকা। সে হিসেবে আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৪৯২টাকা বা ৪২.৩৯ শতাংশ।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধনও কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ২ লাখ ৯৭ হাজার ৩৪৬ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৮৩২ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৪ হাজার ৮৯ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৬৭৪ টাকা। সে হিসেবে আলোচিত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে ২.২২ শতাংশ।

শেয়ারবাজার/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.