আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জানুয়ারী ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

লঙ্কাবাংলা আল আরফাহ শরিয়া ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন ২৮ জানুয়ারি

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে ৫০ কোটি টাকার ফান্ড নিয়ে আসছে লঙ্কাবাংলা আল আরাফা শরিয়া ইউনিট ফান্ড। আগামী ২৮ জানুয়ারি এ ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হবে বলে জানা গেছে। জানা যায়, ফান্ডটির প্রতিটি ইউনিট মূল্য ধরা হয়েছে ১০ টাকা। ফান্ডটির ধরণ আকারে অসীম এবং বেমেয়াদী । বাংলাদেশের পুঁজিবাজারে সম্পদ ব্যবস্থাপক কর্তৃক নির্ধারিত হারে শরীয়াহ্ সমর্থিত বিনিয়োগের মাধ্যমে মূলধনী আয় ও লভ্যাংশ অর্জন করা হচ্ছে ফান্ডটির লক্ষ্য।

ব্যক্তি বিনিয়োগকারীরা ন্যূনতম ৫০০ (পাঁচশত) ইউনিট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫,০০০ (পাঁচ হাজার) ইউনিটের জন্য আবেদন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারী (নিবাসী ও অনিবাসী বাংলাদেশী), প্রতিষ্ঠান (দেশী ও বিদেশী), মিউচ্যুয়াল ফান্ড এবং সমষ্টিক বিনিয়োগ স্কীম এই ফান্ডে বিনিয়োগ করতে পারিবে।

এই ফান্ড শরীয়াহ্ আইন অনুযায়ী পরিচালিত হবে। এই উদ্দেশ্যে শরীয়াহ্ প্রতিপালন নিশ্চিত করতে একটি শরীয়াহ্ উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে। শরীয়াহ্ আইন ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনার প্রতিপালন নিশ্চিত করতে এই বোর্ড লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী
লিঃ এর সাথে নিবিড়ভাবে কাজ করবে।
লভ্যাংশ প্রতি বৎসরান্তে, ফান্ডের অর্জিত আয়ের ন্যূনতম ৭০ (সত্তর) শতাংশ বাংলাদেশী টাকার অথবা পুঞ্জিভুক্ত বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি) হিসাবে বিতরন করা হবে। (বিনিয়োগকারীর পছন্দ অনুযায়ী) লভ্যাংশ বিতরনে ধারাবাহিকতা রক্ষার্থে এই ফান্ড একটি লভ্যাংশ সমতাকরণ
সঞ্চিতি সৃষ্টি করবে।
লভ্যাংশ বিতরন লভ্যাংশ ঘোষনার তারিখ হতে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে তা বিতরন করা হবে। হস্তান্তরযোগ্যতা ফান্ডের ইউনিট উত্তরাধিকার অথবা উপহার অথবা আইনের নির্দিষ্ট প্রয়োগের মাধ্যমে হস্তান্তরযোগ্য। নগদী করণ ইউনিটহোল্ডাররা ফান্ডের ইউনিট সম্পদ ব্যবস্থাপক এবং অনুমোদিত বিক্রয় প্রতিনিধির নিকট সমর্পণ ও নগদায়ন করতে পারবে।
কর অর্থ আইন কর্তৃক অনুমোদিত সীমা পর্যন্ত ফান্ড হতে আয় করমুক্ত থাকবে (বর্তমানে পঁচিশ
হাজার টাকা পর্যন্ত)। এছাড়া হিসাবরক্ষণ ও প্রতিবেদন বার্ষিক ও অর্ধবার্ষিক হিসাব বিবরণী সম্পদ ব্যবস্থাপকের ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে
ইউনিট হোল্ডাররা এর প্রাপ্তির সাধারন অধিকার সংরক্ষণ করেন।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.