আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জানুয়ারী ২০১৮, বুধবার |

kidarkar

মুমিনুলের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে দুর্দান্ত বাংলাদেশ

শেয়ারবাজার রিপোর্ট: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক। তার সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দু’জনের শতরানের জুটিতে চালকের আসনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলেই যখন ইমরুল কায়েস আউট হলেন, তখন অনেকের মনেই ‘কু’ ডাক দিচ্ছিল। দারুণ শুরুর পর কোথায় একটু মধ্যহ্ন বিরতিতে নির্ভার থাকা যাবে, তা নয়, উল্টো দুটি উইকেট হারিয়ে নাজে হাল অবস্থা। তবে বিরতি থেকে ফিরে দুর্দান্ত রূপেরই দেখা দিলেন মুমিনুল হক। লঙ্কান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করলেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম টেস্টে দেড় সেশনের মধ্যেই বড় সংগ্রহের ভিত্তিটা গড়ে ফেলেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছরের বেশি সময় পর  শতকের দেখা পেলেন মুমিনুল। ৯৬ বল মোকাবেলায় ১৩টি চারের সাহায্যে তিন অঙ্ক স্পর্শ করেছেন। এই ভেন্যুতেই তার ব্যাট থেকে সবশেষ সেঞ্চুরি দেখা গেছে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৬ ওভার শেষে দুই উইকেটে ২৫০ রান। মুমিনুল ১০৭ ও মুশফিক ৪৭ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষ হয় ২৭.৪ ওভারে দুই উইকেটে ১২০ রানে। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমরুল। রিভিউ নিলেই বেঁচে যেতেন। রিপ্লেতে দেখা যায় বাউন্সি বল স্ট্যাম্প মিস করেছে। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮। তার আগে তামিম ইকবালের সঙ্গে ৭২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে (৫৩ বল) অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলামকের।

অধিনায়কত্ব ফিরে পেয়ে প্রথম টেস্টেই খেলতে পারছেন না সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো মাহমুদ উল্লাহ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাখ, ‍সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।

 

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.