আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ফেব্রুয়ারী ২০১৮, শনিবার |

kidarkar

নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন সন্ধ্যায়

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেয়ার পর শুক্রবার (২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের ২২তম নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।

বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। হাইকোর্টে ১০ বিচারপতির দায়িত্বপালন শেষে ২০১১ সালে ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের দ্বিতীয় জেষ্ঠ্য বিচারক।

সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি এস কে সিনহা। এরপর দীর্ঘসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালন করেছে আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারক বিচারপতি মো: আবদুল ওয়াহাব মিঞা। এস কে সিনহার পদত্যাগের ৮৫ দিন পর প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.