আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ফেব্রুয়ারী ২০১৮, সোমবার |

kidarkar

এ মুহুর্তে আপনার চেয়ে যোগ্যতম আর কেউ নেই: ওবায়দুল কাদের

শেয়ারবাজার ডেস্ক:  এ মুহুর্তে আপনার চেয়ে যোগ্যতম আর কেউ নেই মনোনয়নপত্র জমা দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বেলা বারোটার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে তিনিই (মো. আবদুল হামিদ) সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি। এবং জনগণের চিন্তা-ভাবনা, চোখের ভাষায় আবদুল হামিদই সর্বাধিক প্রত্যাশিত বলেও জানান তিনি।

ফের আবদুল হামিদকে বেছে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে আছে অনেকেই। জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি; আমাদের কাছে মনে হচ্ছে-তিনিই জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য, জনগণের কাছে সর্বজন শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবে না, দেশের রাষ্ট্রপতি। কাজেই ওই ধরনের একজন মানুষকেই খুঁজে নিয়েছি।

তিনি জানান, আবদুল হামিদ হচ্ছেন খাঁটি বাংলার বীর পুরুষ, মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের পছন্দের এ মানুষটি দেশের মানুষ গ্রহণ করছে আস্থার সঙ্গে। এখন জনগণের প্রত্যাশা পূরণ করলেই আওয়ামী লীগ খুশি।

বেলা সাড়ে ১২টায় নির্বাচন ভবন থেকে বের হন আওয়ামী লীগ প্রতিনিধি দল। ভবনের নিচে এসে রাষ্ট্রপতির সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন ওবায়দুল কাদের।

তোফায়েল আহমেদের মোবাইল ফোন থেকে সরাসরি সংযোগ নিয়ে একে একে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও তোফায়েল আহমেদ।

এসময় তোফায়েল আহমেদ রাষ্ট্রপতিকে বলেন, আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। এরপরই ওবায়দুল কাদের বলেছেন- এ মুহুর্তে আপনার চেয়ে যোগ্যতম ব্যক্তি কেউই নেই।

তিনটি মনোনয়নপত্রের মধ্যে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্মকর্তা’ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে তিনটি মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র-১ প্রস্তাবক ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ মনোনয়নপত্র-২ রাশেদ খান মেনন, আ স ম ফিরোজি মনোনয়নপত্র-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, মো. আতিউর রহমান আতিক। রাষ্ট্রপতির তিনটি মনোনয়নপত্রের মধ্যে বাছাইয়ে একটি গৃহীত হবে।

এসময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন ও এবিএম রিয়াজুল কবির কাওছার উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.