আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ফেব্রুয়ারী ২০১৮, শনিবার |

kidarkar

বসন্তে চুলের সাঁজে! (ভিডিওসহ)

শেয়ারবাজার ডেস্ক: শীতের ঠাণ্ডা, রুক্ষতা, শুষ্কতাকে বিদায় করে দিতেই যেন আসছে ফাল্গুন। এখনই আবহাওয়ায় লেগেছে ফাল্গুনের হাওয়া। আমাদের বাঙালি মনে এই ফাল্গুনকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। ফাল্গুনের এই দিনে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গাঁদা ফুলের মালা, হাতভর্তি কাঁচের চুড়ি, আর কপালে লাল টিপ, যেন পুরোপুরি বাঙালিয়ানার সাজ। নারী পুরুষ সকলেই কিন্তু বসন্ত বরণের আয়োজনে ব্যস্ত। প্রকৃতির পাশাপাশি নিজেদেরও নতুন রূপে সাজিয়ে বসন্তকে আমন্ত্রন জানাতে প্রস্তুত হচ্ছেন অনেকেই। তাহলে আর আপনি পিছিয়ে থাকবেন কেন? আপনিও সেজে উঠুন বসন্তের সাঁজে।

চুলের সাজ

সবসময় মনে রাখবেন চুলের সাজ হওয়া চাই ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সেটা হতে পারে খোঁপা, বেণী বা টুইস্টের বিভিন্ন স্টাইল। উৎসবে চুল খোলা রাখতে পছন্দ করেন অনেকেই। এ ক্ষেত্রে কানের পাশে কয়েকটি ফুল গুজে দিতে পারেন। আবার চাইলে চুলের এক পাশে ক্লিপ দিয়ে আটকে ফুল লাগাতে পারেন। হালকা বা আটসাঁট খোঁপাও করে নিতে পারেন। অথবা বেণী করে পেঁচিয়ে দিতে পারেন ফুলের মালা। চাইলে সামনের দিকের কিছুটা চুল ব্যাককোম্ব করে নিতে পারেন। এখন এ ধরনের চুলের স্টাইলের চল বেশি।

হলুদ গাঁদা ফুলের সঙ্গে মেরুন, হলুদ, সাদা, নীল রঙের চন্দ্রমল্লিকা, ক্যালানডুলা ফুলগুলোর চাহিদাও এবার অনেক বেশি। এছাড়া হলুদ-লাল রঙের চায়নিজ চেরি, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবারা, অর্কিড তো থাকছেই।

https://www.youtube.com/watch?v=1HvNexErlFQ

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.