আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ফেব্রুয়ারী ২০১৮, রবিবার |

kidarkar

২১ ফেব্রুয়ারিকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শেয়ারবাজার ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আজকে প্রস্তুতি সভা ছিল। আমরা প্রতিবারের মতই আমাদের কোনো ত্রু টি আছে কি না এবং কি করণীয় তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার পরে আমরা একমত হয়েছি, ২০ এ ফেব্রুয়ারি রাত থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে। শহীদ মিনার এলাকা, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। মনিটর করার জন্য কয়েকটি মনিটরিং রুম খোলা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশী কূটনীতিকদের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, শহীদ মিনারের আশেপাশে ও বেদিতে সাদা পোশাকে পুলিশ অবস্থান করবে, যাতে শহীদ মিনারের মর্যাদা রক্ষা হয়।’

তিনি জানান, ‘২০ শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ব্যাতিত অন্য কোনো গাড়ি শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। শহীদ মিনার এলাকার প্রত্যেকটা প্রবেশ এবং বাহিরের পথ সিসি এবং নাইট ভিশন ক্যামেরা, আর্চওয়ে স্থাপন করা হবে। শহীদ মিনার এলাকায় ২০ শে ফেব্রুয়ারি রাত থেকে কোনো ভাসমান ও বিচ্ছিন দোকান থাকবে না। কোনো পোষ্টার, ব্যানার টাঙ্গানো যাবে না। খাবার পানি সরবরাহ এবং নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল টয়লেটসহ সকল ধরণের ইউলিটি সার্ভিসের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘২১ শে ফেব্রুয়ারিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ভীড় এড়াতে যাতায়াতের রোডম্যাপ টিভি এবং বেতারে প্রচার করা হবে। কেদ্রীয় শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় যাববাহনসহ পানিবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের টিম থাকবে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ডাক্তার, নার্স ও ঔষধের ব্যবস্থা থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সারাদেশব্যাপী যেন যথাযথ মর্যাদায় এ দিবস পালিত হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। শহীদ মিনার এলাকায় ২৫০ জন র‌্যাব সদস্যসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য প্রস্তুত থাকবে। গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কেউ কোনো ধরণের নাশকতা করতে পারবে না। সে ধরণের ব্যবস্থা নিয়েছি আমরা।’

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাগারের ডিভিশনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত থেকে আজ একটি দিক-নির্দেশনা এসেছে, সেই দিক নির্দেশনা আমাদের কাছে আসুক, আমরা সেই অনুযায়ীই ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘তিনি (খালেদা) দুইবার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সামাজিক মর্যাদা বিবেচনায় আমরা সমস্থ ব্যবস্থা নিয়েছি। তিনি একজন বিশেষ ব্যক্তি। সেই অনুযায়ী আনওফিসিয়ালি যা ব্যবস্থা নেয়ার নিয়েছি এবং অফিসিয়ালি আদালত থেকে একটা নির্দেশনা আসছে, এগুলো ইতোমধ্যে পুরণ হয়ে গেছে। যদি আরও নতুন কিছু করার নির্দেশ থাকে অবশ্যই সেটা করা হবে।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.