আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ফেব্রুয়ারী ২০১৮, সোমবার |

kidarkar

ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু

শেয়ারবাজার ডেস্ক: ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে অসমের হোজাই জেলার হাবিপুরে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

বন দপ্তর সূত্রে জানা যায়, রোববার ভোররাতে লামডিঙের জঙ্গল থেকে আনুমানিক ৭২টি হাতির একটি পাল বেরিয়ে রেললাইন পার করছিল। সেই সময় হাতিগুলোকে ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনটির গতি বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিগুলির।

যদিও রেল কর্তৃপক্ষের দাবি, এলাকাটি এলিফ্যান্ট করিডর হওয়ায় ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি ছিল না। দুর্ঘটনার পর দীর্ঘসময় ধরে হাতিগুলির দেহাংশ লাইনের ওপর পড়ে থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনটিরও ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে অসমে ট্রেনের ধাক্কা, মানুষের হানা সহ একাধিক কারণে কমপক্ষে ৭০টি হাতির মৃত্যু হয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.