আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ফেব্রুয়ারী ২০১৮, বুধবার |

kidarkar

ডিএসই’র সাবেক কাউন্সিলর এম আব্দুল রশিদের ইন্তেকাল

শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর সাবেক কাউন্সিলর এম. আব্দুল রশিদ আজ (১৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ) ভোর ৩টা ১০ মিনিটে শ্বাসকষ্ট জনিত রোগে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ডিএসই‘র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট  আহমেদ রশিদ লালী’র পিতা। স্বাধীনতা পরবর্তী ১৯৭৬ সালে ৪ জানুয়ারী ৮ সদস্য বিশিষ্ট ডিএসই’র যে অস্থায়ী পরিচালনা পর্ষদ গঠিত হয় মরহুম এম আব্দুল রশিদ ঐ পর্ষদের একজন অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও তিনি ১৯৭৭-৭৮ এবং ১৯৮০-৮১ সালে ডিএসই’র নির্বাচিত কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে ডিএসই’র যাত্রার শুরুতেই তিনি ডিএসই’র সদস্য পদ লাভ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার মালিকানাধীন ব্রোকারেজ হাউজ রশীদ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে যান। তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এ.এম মাজেদুর রহমান ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম এম. আব্দুল রশিদ এর নামাজ-ই-জানাযা আজ (১৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ) বাদ যোহর টিকাটুলি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.