আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মে ২০১৫, সোমবার |

kidarkar

ঢাকা ডায়িংয়ের মুনাফায় ধস

dhaka dyingশেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড তৃতীয় প্রান্তিক (জুলাই’১৪-মার্চ’১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ কোম্পানির মুনাফা কমেছে ৬ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। অন্যদিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ০.৭৯ টাকা। অর্থাৎ এ কোম্পানির তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ১২৬.৪১ শতাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৬৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১১ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা ও ১.৪২ টাকা।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই তিনমাসে এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ০.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ও ০.৫৯ টাকা।

শেয়ারবাজারনিউজ/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.