আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ ফেব্রুয়ারী ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত সাজেশনমূলক পোস্ট ১:

শেয়ারবাজার ডেস্ক:  সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার যারা ঠিকে গেছেন তাদের এখন একটাই লক্ষ্য লিখিত পরীক্ষা কিভাবে ঠিকা যায়। প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় পাসসহ ভালো নম্বর পেতে হলে নিয়মিত অনুশীলনের কোনোই বিকল্প নেই। গদাই লস্করি চালে প্রস্তুতি নিলে হয়তো একদম পেছনে পড়ে যেতে পারেন। ভালোমতো প্রস্তুতি নিন। ‘নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, আর চোখ বন্ধ করে বুকে ডান হাত রেখে প্রত্যয়ী মনোভাব নিয়ে বলুন হ্যাঁ আমি পারবো, পারতে আমাকে হবেই।’

লিখিত পরীক্ষার কথা শুনলে অনেকেরই একটা ভীতি কাজ করে কিন্তু এরকম কোনো ভীতি থাকলে সফলতার গীত গাইবেন কীভাবে? খুব সহজেই চিন্তা করুন, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান, দেখবেন লিখিত পরীক্ষার সব ভীতি কেটে যাবে। লিখিত পরীক্ষা তিনটি ধাপে নেয়া হয়। পরীক্ষা হয় মোট ২২৫ নম্বরের।

ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ১০০ নম্বরের। এখানে সময় তিন ঘণ্টা। তারপর মনস্তত্ত্ব বিষয়ে ২৫ নম্বরের পরীক্ষায় সময় ৩০ মিনিট ও সাধারণ জ্ঞান এবং পার্টি গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টার।

এস আই (নিরস্ত্র) লিখিত পরীক্ষার জন্য কি কি করতে হবে দেখে নিন

★প্রথমেই নিজের ভিতরে এই আত্মবিশ্বাস গড়ে তুলুন এবারে আপনিই পাচ্ছেন ভাইভার টিকেট।

★যেকোন রিটেন টিকার জন্য প্রথমেই আপনার সিলেবাস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তাহলে আপনি প্রতিযোগিতার অনেকটাই এগিয়ে যাবেন।

★আগামি মাসের ১৯ তারিখ রিটেন এক্সাম শুরু। সুতরাং এখন থেকেই একটা রুটিন করে ফেলুন।

★রুটিন ধরে ধরে প্রতিদিন পড়া চালিয়ে যান

★মনে রাখবেন এই একমাস আপনার প্রধান লক্ষ্যই থাকবে রিটেন এ কোয়ালিফাই হ মওয়া

★যেকোন একটা গাইড কিনে ফেলুন। আমি প্রফেসরস এসআই গাইড প্রেফার করব।

★বিগত বছরের প্রশ্ন ভাজা ভাজা করে ফেলতে হবে।কিছুই যাতে বাদ না থাকে।

★৭তম, ৮ম শ্রেনীর ম্যাথ প্র‍্যাক্টিসের বিকল্প কিছু নেই

★বিগত তিন মাসের কারেন্ট এফেয়ার্স সংগ্রহ করে ফেলুন

★প্রতিদিন পত্রিকায় নজর রাখুন

★যেকোন ট্রান্সলেশন বই থেকে প্রতিদিন ইংরেজী হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজী ট্রান্সলেট করুন

★অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নোট করে রাখুন

★সাম্প্রতিক বিষয়ের ওপর রচনা লেখার প্র‍্যাক্টিস করুন

★বিভিন্ন abbreviation জানার চেষ্টা করুন
যেমন : POLICE

P=POLITE
O=OBEDIENT
L=LOYAL
I=INTELLIGENT
C=COURAGEOUS
E=EFFICIENT

আজকে জাস্ট ধারণা দিলাম। আগামি পোস্টে নজর রাখুন।

সূত্র- অনলাইন

১ টি মতামত “পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত সাজেশনমূলক পোস্ট ১:”

উত্তর দিয়ে যান Anonymous মতামত বাতিল করুন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.