আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০১৮, শনিবার |

kidarkar

জার্মানিতে বন্দি ১৫০ উগ্র ইসলামপন্থী

শেয়ারবাজার ডেস্ক: জার্মানির বিভিন্ন কারাগারে ১৫০ উগ্র ইসলামপন্থী আটক রয়েছেন। আটক এ লোকদের বিপজ্জনক বলে মনে করছে বলে মনে করছে কর্তৃপক্ষ। ‘ডি ভেল্ট’ পত্রিকায় প্রকাশিত জার্মান অপরাধ দফতর বিকেএ-র পরিসংখ্যান সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উগ্র ইসলামি মতবাদের প্রতি সহানুভূতিশীল বা প্রত্যক্ষভাবে মদদদাতা কিছু ব্যক্তিও জেলে আটক রয়েছেন।

এ বিষয়ে সিডিইউ নেতা এফা ক্যুহনে-হ্যোরমান বলেন, ‘সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছি। এটিকে সন্ত্রাস প্রতিরোধ কর্মসূচির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলেও মনে করছি আমি।’

তিনি বলেন, ‘চরমপন্থিদের পুনরায় সমাজে অন্তর্ভুক্ত হতে সাহায্য করতে কারাগারগুলোকে ব্যবহার করা উচিত। তা না হলে, উগ্রপন্থিদের অপরিবর্তিত মনোভাব নিয়ে জনজীবনে ফিরিয়ে দিতে হতে পারে।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.