আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ ফেব্রুয়ারী ২০১৮, মঙ্গলবার |

kidarkar

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান

শেয়ারবাজার ডেস্ক: রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা।

ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মারাত্মক ও কৌশলগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইইউ’র বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ১৯৯০ এর দশকে মিয়ানমারের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা আরও কঠোর করার পক্ষে মত দিয়েছেন। ওই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। তবে ওই নিষেধাজ্ঞা আরও কঠোর করতে কী পদক্ষেপ নেওয়া হবে তা বিস্তারিত জানানো হয়নি।

এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা-নির্যাতনকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.