আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

শব্দের থেকে ৮ গুণ দ্রুত ছুটবে রুশ মিসাইল!

শেয়ারবাজার ডেস্ক: বিশ্বের ক্ষমতার ধর দেশগুলো আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে ব্যস্ত রয়েছে। এই দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতি সম্পন্ন মিসাইল।

এ বিষয়ে মস্কোর ডিফেন্স কাউন্সিলের প্রধান ভিক্টর বন্দারেভ বলেছেন, বর্তমানে ‘জিরকন’ নামের ওই ক্রুজ মিসাইল রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে।

রাশিয়ার দাবি, ওই মিসাইলের গতি শব্দের চেয়ে ৮ গুন বেশি। আমেরিকা ও চীনের সাথে অস্ত্র প্রতিযোগিতায় পাল্লা দিতে রাশিয়া তৈরি করেছে ওই মিসাইল।

রাশিয়ার পক্ষ থেকে এও জানানো হয়েছে, এটি ন্যাটো মিসাইল ইন্টারেসপ্টরকেও গুঁড়িয়ে দিতে সক্ষম। গত বছরের জুন মাসে শেষ বার সফলভাবে পরীক্ষা করা হয় এই মিসাইল। দীর্ঘ ২০ বছর ধরে তৈরি করা হয়েছে এই মিসাইল।

১৯৯৫ সালে প্রথম বারের মতো এটি প্রকাশ্যে আনা হয়। রাশিয়ার যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল লঞ্চারে থাকবে এই মিসাইল। শত্রুপক্ষের জাহাজ নিধন করতে পারবে এই মিসাইল। এটি ৬ হাজার ১৩৮ মাইল প্রতি ঘণ্টা বেগে ৬৫০ মাইল যেতে পারবে।

মস্কো ডিফেন্স কাউন্সিল প্রধান আরো জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে, বম্বার, ট্যাকটিক্যাল মিসাইল, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পরমাণু মিসাইল ইত্যাদি।

প্রসঙ্গত, আগেই জানানো হয়েছে হাইপারসনিক মিসাইলের লড়াইয়ে রাশিয়া ১৫ বছর এগিয়ে থাকবে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.