আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মার্চ ২০১৮, রবিবার |

kidarkar

সিরিয়ায় তুর্কি বিমান হামলায় ৩৬ সেনা নিহত

শেয়ারবাজার ডেস্ক: সিরিয়ার আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ সেনা নিহত হয়েছে। সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে এ নিয়ে সরকারপন্থি যোদ্ধাদের ওপর তৃতীয় দফা হামলা চালালো তুর্কি বিমান।

বিমান হামলার আগে আফরিনের আল-হুজাইলা গ্রামে ট্যাংকের সাহায্যে গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী। ওই হমলায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে। তুরস্ক বলে আসছে- মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। এ গোষ্ঠী তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

গত কয়েকদিন আগে সিরিয়ার সরকার আফরিনে নিজের অনুগত যোদ্ধা পাঠিয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.