আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মার্চ ২০১৮, সোমবার |

kidarkar

৯০তম অস্কার জিতলেন যারা

শেয়ারবাজার ডেস্ক: প্রথমবার অস্কার জিতলেন মেক্সিকোর নির্মাতা গিলারমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সুবাদে তিনি এ পুরস্কার জিতেছেন। তাকে সেরা পরিচালকের স্বীকৃতি তুলে দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন।

শুধু নিজেই নন, তার ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবিটি পেয়েছে সেরা ছবির তকমা। ছবিটি দিয়ে এবার সর্বাধিক চারটি বিভাগে সোনালি মূর্তি ঘরে তুলেছেন এ পরিচালক।

লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আজ ৫ মার্চ ভোরে বসে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। এ বছর সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’।

বিজয়ীদের পুরো তালিকা:

সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো, ‘দ্য শেপ অব ওয়াটার’
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’
সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’

সেরা সহঅভিনেত্রী: অ্যালিসন জেনি, ‘আই, তনিয়া’
সেরা সহঅভিনেতা; স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’

অরিজিনাল সং: রিমেম্বার মি (কোকো)
সেরা অ্যানিমেশন: কোকো
অরিজিন্যাল স্কোর: ‘দ্য শেপ অব ওয়াটার’ (আলেজান্দ্রে দেসপ্লেত)
সিনোমাটোগ্রাফি: ব্লেড রানার ২০৪৯, রজার এ. ডিকিন্স
মৌলিক চিত্রনাট্য: গেট আউট (জর্ডান পিলি)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কল মি বাই ইউর নেম (জেমস আইভরি)
বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম: দ্য সাইলেন্ড চাইল্ড
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট : হেভেন ইজ এ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
সম্পাদনা: ডানকির্ক, লি স্মিথ

ভিজ্যুয়াল ইফেক্ট: ব্লেড রানার ২০৪৯, জন নেলসন, জার্ড নেফজার, পল ল্যাম্বার্ট ও রিচার্ড আর. হুভার
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: ডিয়ার বাস্কেটবল
সেরা বিদেশী ভাষার ছবি: এ ফ্যান্টাস্টিক ওমেন
প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার
শব্দ মিশ্রণ: ডানকির্ক
শব্দ সম্পাদনা: ডানকির্ক
সেরা ফিচার প্রামাণ্যচিত্র: ইকারুস
কস্টিউম ডিজাইন: ফান্টম থ্রেড
মেকআপ ও হেয়ারস্টাইল: ডার্কেস্ট আওয়ার

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.