আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ মার্চ ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল

শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আগামী ২০ মার্চ শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলাই প্রমাণ করছে অশুভ শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠছে। এদের মোকাবিলায় আগামী ৩০ মার্চ রংপুরে সমাবেশ করা হবে। পর্যায়ক্রমে অশুভ শক্তির বিরুদ্ধে সিলেট ও যশোহর সমাবেশ করবে ১৪ দল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতিকালে বিএনপি-জাময়াত জোটের রাজনৈতিক অঙ্গনকে উত্তাপ্ত করার অপচেষ্টার কারণে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠছে। ২০১৪ সালের মত একাদশ সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাবে।

এসময় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্বাস্থমন্ত্রী। এবং ফেরদৌসী প্রিয়ভাষিনীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ১৪ দলের নেতা শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.