আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

এবার বাংলাদেশের হলে ডাবিং ছাড়া চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’

শেয়ারবাজার ডেস্ক: বিশ্বের বিশটিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যেই অংশ নিয়েছে ‘মাটির প্রজার দেশে’। এবার বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ডাবিং ছাড়া চলচ্চিত্রটি। মাটির প্রজার দেশে চলচ্চিত্রে শতভাগ লোকেশন সাউন্ড ব্যবহার হয়েছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, রাজশাহীর উপহারসহ আরো বেশ কয়েকটি সিনেমাহলে ২৩ মার্চ থেকে মুক্তি দেওয়ার কথা চলছে ওই ছবিটি।

২০১৬ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের এই ছবিটি।

বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ১০ বছর বয়সী জামালের বসবাস, তার শৈশবের স্মৃতি ও ছোটবেলার খেলার সাথীকে হারানোর ঘটনাকে কেন্দ্র করে এগোতে থাকে কাহিনী।

পরে সমাজের প্রতি জামালের ধ্যান ধারণা বদলে যেতে থাকে। একপর্যায়ে নিজের ব্যক্তি পরিচয় থাকা প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধি করতে পারে সে।

অন্যদিকে মাকে হারানোর ভয় থেকে সমাজের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় জামাল। পরে বুঝতে পারে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। শুরু হয় আরেক লড়াই। এভাবেই এগোতে থাকে গল্প বিজন ইমতিয়াজের সিনেমা।

শেয়ারাবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.