আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মে ২০১৫, মঙ্গলবার |

kidarkar

শতভাগ উত্থানে ৫ খাত

price-up-শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভূক্ত ৫ খাতে শতভাগ উত্থানে লেনদেন হয়েছে। খাতগুলো হলো: তথ্য ও প্রযুক্তি, পেপার অ্যান্ড প্রিন্টিং, সেবা ও আবাসন, চামড়া এবং ভ্রমন ও অবকাশ।

বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে উত্থানে ফিরেছে সূচক। শেয়ারবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় দিনের লেনদেন। এরই ধারাবাহিকতায় প্রায় সব খাতের লেনদেন বেড়েছে এবং ৫ খাতে শতভাগ কোম্পানির শেয়াররের দর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্সে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০১৪ পয়েন্টে।

জানা যায়, তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ পরিমাণ দর বেড়েছে ইনফর্মেশন সার্ভিসেস লিমিটেডের। কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১.০০ টাকা বেড়ে দিনশেষে ১১.০০ টাকায় লেনদেন হয়। এছাড়া, বিডিকম লিমিটেডের দর ৫.১১ শতাংশ বা ১.২ টাকা বেড়ে ২৪.৭০ টাকায়, অগ্নি সিস্টেমসের দর ৪.২২ শতাংশ বা ১.০০ টাকা বেড়ে ২৪.৭০ টাকায়, আমরা টেকনোলজির দর ১.৪৮ শতাংশ বা ০.৪০ টাকা বেড়ে ২৭.৫০ টাকায়, ড্যাফোডিল কম্পিউটার্সের দর ১.৯৮ শতাংশ বা ০.২০ টাকা বেড়ে ১০.৩০ টাকায় লেনদেন হয়। এছাড়া ইনটেক অনলাইনের শেয়ার দিনশেষে ১২.৬০ টাকায় লেনদেন হয়।

এদিকে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের দুইটি কোম্পানির মধ্যে ‘বি’ ক্যাটাগরির হাক্কানী পাল্পের শেয়ার দর বেড়েছে ৮.৯৩ শতাংশ বা ১.৫০ টাকা এবং ‘এ’ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩.৬৫ শতাংশ বা ০.৫০ টাকা।

সেবা ও আবাসন খাতে ‘এ’ ক্যাটাগরির ৪টি কোম্পানির মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪.৬৩ শতাংশ, সাইফ পাওয়ারের ৯.৯৫ শতাংশ, শমরিতা হাসপাতালের ০.৭৩ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর বেড়েছে ৪.৪২ শতাংশ।

চামড়া খাতের সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদারের। কোম্পাটির শেয়ারদর ৯.৪৬ শতাংশ বা ১.৪০ টাকা দর বৃদ্ধি পেয়েছে। আজ এর দর ১৫.৪০ টাকা থেকে ১৬.২০ টাকা পর্যন্ত ওঠা নামা করে সর্বশেষ ১৬.২০ টাকায় লেনদেন হয়। এদিকে, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দর ৯.৪৬ শতাংশ বা ১.৪০ টাকা বেড়ে দিনশেষে ১৬.২০ টাকা দরে লেনদেন হয়। এছাড়া, বাটা সু’র দর ১.৬৩ শতাংশ বা ১৮.৯০ টাকা বেড়ে ১১৮০.০০ টাকায়, এপেক্স ফুটওয়্যারের দর ৫.৬৬ শতাংশ বা ৪.৯০ টাকা বেড়ে ৯১.৫০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবাজারনিউজ/মু/ও/তু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.