আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ মার্চ ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

বাড়িতে ভূত বা প্রেতাত্মা আছে কি না জানার সহজ ১০টি উপায়!

শেয়ারবাজার ডেস্ক: ভূত বা আত্মা অবিনশ্বর৷ মৃত্যুর পরের যে পৃথিবীটা সেটা আমাদের সকলের কাছে পুরোপুরি ধোঁয়াশা৷ কিন্তু যাঁরা ভূত প্রেত নিয়ে প্রচুর গবেষণা করেছেন তাঁদের মতে মৃত্যুর পরে একটি অন্য পৃথিবীতে থেকে যায় এই ভূত প্রেতাত্মারা। প্রিয়জনদের ছেড়ে সেই জগতে যাতে কষ্ট হয় আত্মারও৷ তাই তারা অনেক চেষ্টা করে তাদের প্রিয়জনকে নিজদের অস্তিত্ত্ব জানান দিতে৷ কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তা বুঝে উঠতেই পারি না৷ অনেকে হেসে উড়িয়ে দেন ভ্রান্ত ধরণা বলে৷ অনেকে আবার তাদের অনুভব করতে পারেন৷ তবে ভুতের সিনেমার মতো এই আত্মারা এসে কারো ক্ষতি করে দেয় এমনটা মানছেন না গবেষকরা৷ তাঁদের মতে শুধু মাত্র প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করাই আত্মার উদ্দেশ্য থাকে৷ তবে এই আত্মাদের কোনও আকার আকৃতি নেই৷ তাই তারা বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়৷ আপনার প্রিয়জনের আত্মাও আপনাকে ঘিরে রয়েছে কি? তা জানান দেবে আপনার চারপাশের পরিস্থিতিই৷ আসুন তাহলে দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতে ঠিক কোন কোন চিহ্ন জানান দেয় তাদের উপস্থিতি

১. ঘরের বাল্বের আলো কাঁপা


ভূত প্রেত অথবা ভৌতিক জগত নিয়ে যারা গবেষণা করেন তাঁদের মতে আত্মা বিদ্যুৎকে প্রভাবিত করতে পারে৷ ঘরের বাল্বের হঠাৎ হঠাৎ দপদপ করা বা কাঁপা দেখে আপনি ভবতেই পারেন আপনার ঘরে কোনও আত্মার বিচরণ রয়েছে৷ নতুন বাল্ব হয়তো বারবার কিনছেন কিন্তু সেগুলিতেও একই সমস্যা দেখা দিচ্ছে এমন হলে আত্মার উপস্থিতির সম্ভবনা বেশি৷

২. ঘরের তাপমাত্রা পরিবর্তন

আপনার ঘরের সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও যদি আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে এমন অনুভব করেন তাহলে হয়তো তাঁদের প্রবেশ ঘটেছে আপনার ঘরে৷ হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে ঠাণ্ডায়৷

৩. শব্দ


আপনার নাম ধরে কেউ ডাকছে? আপনি সাড়া দিতে চাইছেন? কিন্তু অন্য কেউ তা শুনতে পাচ্ছেন না? এর থেকেও আপনি আন্দাজ করতে পারেন আপনার সঙ্গে আপনার প্রিয়জনের আত্মা যোগাযোগ করতে চাইছে৷ অনেকসময় আপনার নামের পরিবর্তে এমন কিছু শব্দও আপনি শুনতে পারেন যা অন্য কেউ পাচ্ছেন না৷

৪. বন্ধ ঘড়ি


অনেক সময়ই আমাদের ঘরের ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়৷ তাতে অবাক হওয়ার কিছুই নেই৷ কিন্তু যে সময় আপনার কোনও প্রিয়জন মারা গিয়েছেন অথবা যে সময় আপনি তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন সেই সময়ে গিয়েই যদি ঘড়ির কাটা দাঁড়িয়ে যায় তাহলে আপনাকে দেখছেন তাঁর আত্মা৷

৫. মৃতদের মুখ


অনেক সময় রাস্তায় বা অন্য কোথাও এমন অনেককেই আমরা দেখি যাদের দেখলে আমাদের হঠাৎ কোনও মৃত প্রিয়জনের মুখ মনে পড়ে যায়৷ তাদের সঙ্গে অদ্ভুত মিল পাই আমরা৷ বিশেষজ্ঞরা বলছেন আসলে তাদের সেরকম দেখতে নয়৷ তাদের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে দেখি৷

৬. ছায়া


অনেকসময় এমন হয় আমরা অন্যকিছু দেখতে দেখতেই অনুভব করতে পারি আমাদের পাশে কোনও ছায়া রয়েছে৷ কিন্তু হঠাৎ মুখ ঘুরিয়ে সেদিকে তাকালে আমরা কিছুই দেখতে পাই না৷ বিশেষজ্ঞদের মতে এটিও আত্মার উপস্থিতি৷

৭. স্পর্শ


আত্মা নিজেদের অস্তিত্ত্বের জানান দিতে ছুঁত পারে আপনাকে৷ এক্ষেত্রে আপনার শরীরের কোনও স্থানে একটি চাপ বা স্পর্শ অনুভূত হতে পারে৷ বিশেষজ্ঞদের মতে এরকম কিছু অনুভূত হলে আপনি আত্মাকে অনুরোধ করুন আপনার শরীরের বিশেষ কোনও স্থান স্পর্শ করতে৷ তারপরে দেখুন আপনি সেখানে কিছু অনুভব করছেন কিনা৷ এতে আপনি নিশ্চিত হতে পারবেন আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কি না সেই বিষয়ে৷

৮. কম্পিউটার


আপনার কম্পিউটার থেকে আপনি না করতেই কিছু কাজ হয়ে যাচ্ছে৷ নির্দিষ্ট কিছু লেখা হয়ে যাচ্ছে অথবা আপনি না পাঠাতেও আপনার মেল থেকে মেল চলে যাচ্ছে এরকম কিছু বারবার হলে বুঝবেন আপনার চার পাশে তার অস্তিত্ত্ব রয়েছে৷

৯. স্বপ্ন


একই স্বপ্ন বারবার দেখা বা কোনও সুন্দর স্বপ্নে তাদের উপস্থিতি অথবা কোনও ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় তাদের কথা বলে৷ যে স্বপ্নের কোনও মানে আমরা খঁজে পাই না৷ কিন্তু তার কিছু অরথ বা বার্তা থাকে যা আত্মা আমাদের জানান দেয়৷

১০. গন্ধ


আপনার প্রিয়জনের ব্যবহার করা সেন্টের গন্ধ বা খুব প্রিয় কোনও ফুলের গন্ধ আপনার ঘরে বা গড়িতে থাকলে বুঝতে হবে সে রয়েছে আপনার কাছেই৷

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.