আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০১৮, রবিবার |

kidarkar

ফেসবুকের তথ্য চুরি বন্ধ করবেন যেভাবে!

শেয়ারবাজার ডেস্ক: গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুক ইউজারদের জন্য কড়া সিকিউটিরি ফিচার আনার কথা ঘোষণা করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। পাশাপাশি জানিয়েছেন, গ্রাহকদের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতে এই তথ্য নেওয়া হয়। তবে তা নেওয়া হয় গ্রাহকদের অনুমতি নিয়েই।

সম্প্রতি কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা প্রকাশ করে ফেসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কল লগ ও মেসেজ ব্যবহার করছে। যদিও তা অস্বীকার করেছে ফেসবুক। তবে এবার আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনার কোন কোন তথ্য ব্যবহার করছে ফেসবুক।

– ডেস্কটপ থেকে Register.facebook.com/download/ এই সাইটে যান।
– সেখান থেকে জেনেরাল অ্যাকাউন্ট সেটিংস।
– এরপর Download a Copy অপশনে ক্লিক করুন।
– এরপর Download Your Information নামে একটি পেজে আপনাকে রিডাইরেক্ট করা হয়।
– সেখানে গেলে ফেসবুক আপনার যে ডেটা নিয়েছে সেগুলি জমা হবে।
– এরপর জিপ ফাইল আকারে ডেটাগুলি ডাউনলোড করতে পারবেন।

এবার সেই ফাইলটি খুলে দেখে নিতে পারবেন ফেসবুক আপনার কোন কোন ডেটা নিয়েছে।

ফেসবুকের তথ্য নেওয়া যেভাবে বন্ধ করবেন-

বিশেষজ্ঞরা বলছেন ডেটা সিঙ্ক অপশন অন থাকার ফলেই এই তথ্য পাচারের মতো ঘটনা ঘটে। এরজন্য বন্ধ করতে হবে অটোমেটিক ডেটা সিঙ্কের অপশন। তারজন্য প্রথমে নিজের প্রোফাইল ফোটোতে ক্লিক করুন

– সেখান থেকে সিঙ্ক কনট্যাক্টস।
– এরপর সেখান থেকে সিঙ্ক ইওর কল ও টেক্টটস হিস্ট্রি অপশন বন্ধ করে দিতে হবে।

তবে এটা শুধু মাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.