আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জানুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

২১তম প্রধান বিচারপতি হলেন সিনহা

sinhaশেয়ারবাজার রিপোর্ট: দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা)।  ১৭ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।

সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসকে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়।

এর আগে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের অনুপস্থিতিতে গত ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে বর্তমান প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জানুয়ারি।

উল্লেখ্য, ১৯৭৪ সালে সিলেট জজকোর্টে এসকে সিনহা আইন পেশা শুরু করেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়, সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়সহ যুদ্ধাপরাধ মামলার বেশ কয়েকটি আপিলের রায় প্রদান করেছেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.