আজ: শুক্রবার, ০৩ মে ২০২৪ইং, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মার্চ ২০২১, মঙ্গলবার |

kidarkar

আসন্ন রমজানে বাড়ছে না ৬ নিত্যপণ্যের দাম- বানিজ্যমন্ত্রী

শেয়ারবাজার ডেস্ক: আসন্ন রমজানে ভোজ্য তেল-চিনি-ছোলা-ডাল এবং খেজুর-পেঁয়াজের দাম বাড়বে না- মন্ত্রিপরিষদকে এমন আশ্বস্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোজার আগেই এ ছয়টি পণ্যের পর্যাপ্ত মজুদ হয়ে যাবে। টেকসই ঋণনীতি ও দায়দেনার স্বচ্ছতা আনতে সরকারি ঋণ আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের রেজিস্ট্রেশনে সরকার বিকল্প ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.