আজ: শনিবার, ০৪ মে ২০২৪ইং, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জুন ২০২১, সোমবার |

kidarkar

শেয়ারবাজার থেকে মূলধন নিয়েছে ৬৮ প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

শেয়ারবাজার রিপোর্ট: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ৬ বছরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও’র) মাধ্যমে ৬৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে চার হাজার ৪ হাজার ৮৩১ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে।

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে উত্থাপিত চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের লিখিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পুঁজিবাজারে ৬৮টি কোম্পানিকে আইপিও’র মাধ্যমে চার হাজার ৮৩১ কোটি এবং একটি কোম্পানিকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে সাড়ে ৭ কোটি টাকার মূলধন পুঁজিবাজার হাতে উত্তোলনের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বর্তমানে ৫ কোম্পানির আইপিও ও চার কোম্পানির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে জানান, বিগত এক দশকের ক্রমাগত উচ্চ জিডিপি প্রবৃদ্দি অর্জন কোভিড-১৯ এর প্রভাবে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশকি ১৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও ২০১৯-২০ অর্থবছরে করোনাভাইরাসের কারণে তা কমে ৫ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস কর্মতৎপরতায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তেমন বিপর্যয়ের মধ্যে পড়েনি।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.