আজ: মঙ্গলবার, ০৭ মে ২০২৪ইং, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার |

kidarkar

রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের মামলা

ramitance_bbশেয়ারবাজার রিপোর্ট: রিজার্ভ চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে মামলাটি রেকর্ড করা হয় বলে জানা গেছে।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। যার নম্বর ১৩।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে পারেন।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.