আজ: বুধবার, ০১ মে ২০২৪ইং, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

নয়াপল্টনের চারপাশে কান্নার রোল

download-2শেয়ারবাজার ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র তৃতীয় নামাজে জানাজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় জানাজা অনুষ্ঠিত হলেও সোয়া ১টায় মরদেহ নিয়ে আসা হয়েছিল কার্যালয়ের সামনে। এসময় শোকাবহ নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। প্রিয় নেতার জানাজায় অংশ নিয়ে কেঁদেছেন নেতাকর্মীরা।
 
জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে মহাখালী ডিওএইচএস জামে মসজিদে সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ নয়াপল্টনে নিয়ে আসা হয়।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবারও গাজীপুরে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় গাজীপুর সদর রাজবাড়ির মাঠে, সাড়ে ১০টায় কাপাসিয়া সদর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ জুমা ঘাগোটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
এদিকে নয়াপল্টনে জানাজা শেষে হান্নান শাহর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.