আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

pacific denimশেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের আইপিওতে আবেদন আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার ১০ নভেম্বর এ কোম্পানির আইপিও কনসেন্ট লেটার পেয়েছে। সবকিছু ঠিক থাকে তাহলে ১১ ডিসেম্বর থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

এ ব্যাপারে প্যাসিফিক ডেনিমস কোম্পানির সচিব সোহরাব আলী শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, ১১ ডিসেম্বর আইপিও আবদনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিন থেকে আইপিও আবেদন শুরু হবে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮২তম সভায় কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় ২.৬৩ টাকা (Weighted average), শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২২.৫৯ টাকা (NAV without revaluation) এবং এনএভি ২২.৪৩ টাকা ( NAV with revaluation)

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/মু

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.