আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০১৭, শনিবার |

kidarkar

ইস্টার্ন লুব্রিকেন্টসের এজিএম সম্পন্ন

elb-220x140শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুবিকেন্টস ব্লেডার্স লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।  আজ শনিবার চট্টগ্রামের এক্সেস রোডের সিটি সেন্টারে এ কোম্পানির এজিএম অনুষ্ঠান সম্পন্ন হয়। এজিএমে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০০% ক্যাশ ডিভিডেন্ড সম্মতিক্রমে অনুমোদন দেয় বিনিয়োগকারীরা।

এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমতুল মুনিম বলেন, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ সম্পূর্ণ নগদ লভ্যাংশ প্রদান করেছিলো। কিন্তু সর্বশেষ অর্থবছরে আমরা সেটা ৭০% বাড়িয়ে শতভাগ লভ্যাংশ প্রদান করছি। আসলে এবার এতো না বাড়িয়ে ধীরে ধীরে নগদ লভ্যাংশের পরিমাণ বাড়ালে ভালো হতো। এই কোম্পানি প্রতিষ্ঠার পর ২০১৬তে এসে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। যেটা এখনো বর্তমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল বিপিসির পরিচালক মীর আলী রেজা, পদ্মা অয়েলের এক্সিকিউটিভ পরিচালক মো. আবুল খায়ের, কোম্পানি সচিব মহিউদ্দিন আহমেদ, বেঙ্গল শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান ও ইস্টার্ন লুবের পরিচালক আবদুল আউয়াল প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.