আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ এপ্রিল ২০১৫, শনিবার |

kidarkar

বাজার মূলধন কমেছে সাড়ে তিন হাজার কোটি টাকা

DSE-শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে বাজারের মোট মূলধন কমেছে ৩ হাজার ৭৮৭ কোটি টাকা যা প্রায় ১.৪০ শতাংশ। আগের সপ্তাহে মোট মূলধণ ২ লাখ ৭১ হাজার ৪৫০ কোটি টাকা থেকে নেমে সর্বশেষ সপ্তাহে ২ লাখ ৬৭ হাজার ৬৬৩ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।

সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক সূচকের পাশাপাশি মূলধনেও পতনের চিত্র দেখা গেছে। সার্বিক চিত্রে দেখা যায়, সাধারণ শেয়ারের বাজার মূলধন কমেছে প্রায় ৩ হাজার ৭শ ৮৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের প্রায় ১.৪১ শতাংশ।

সর্বশেষ সপ্তাহের লেনদেন শেষে দেখা যায়, ডিএসই’র বাজার মূলধনের পরিমান দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৭৪৬ কোটি টাকা যা প্রায় ৩ হাজার ৪০৫ কোটি ইউএস ডলারের সমতূল্য। যা আগের সপ্তাহে ছিলো ২ লাখ ৬৮ হাজার ৫৩০ কোটি টাকা বা ৩ হাজার ৪৫৩ কোটি ইউএস ডলার।

মিউচুয়্যাল ফান্ডের লেনদেনেও একই ধরনের চিত্র দেখা গেছে। সপ্তাহের লেনদেন শেষে মিউচ্যুয়াল ফান্ডের বাজার মূলধন কমেছে প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। আগের সপ্তাহে ফান্ডগুলোর মূলধণ মোট ২ হাজার ৯১৯ কোটি টাকা থাকলেও এ সপ্তাহ শেষে তা ২ হাজার ৯১৬ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমার ফলে বাজার মূলধনের ওপর এর প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। টানা অনেক দিন পতনের পর সপ্তাহের শেষ দুই কার্যদিবসে লেনদেন ও সূচকের উর্ধগতি থাকলেও বাজারের সার্বিক চিত্রে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

 

শেয়ারবাজার/ও/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.