আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ জুলাই ২০১৭, রবিবার |

kidarkar

আজ বিনিয়োগ করে কালই সেই অর্থ ১০ গুণ হয়ে যাবে এ ধারনা ঠিক নয়- মাজেদুর রহমান

financial-litaracyশেয়ারবাজার ডেস্ক: বিনিয়োগকারীদের সচেতনতা সমৃদ্ধ পুঁজিবাজার গড়তে পারে। সচেতনতাই বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা দেবে। এজন্য চাই বিনিয়োগ-সম্পর্কিত জ্ঞান। এর জন্যই বিনিয়োগ শিক্ষা বিস্তারে দেশব্যাপী কর্মসূচির আয়োজন। এরই অংশ হিসেবে গতকাল কুমিল্লায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে এক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের এসব উপদেশ দেন।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড অনুষ্ঠানটির আয়োজন করেছে। এতে পুঁজিবাজারের অন্যান্য স্টেকহোল্ডাররাও অংশ গ্রহণ করেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মনে করেন, পুঁজিবাজারে বিনিয়োগ হারানোর ভয় আছে। এজন্য তাদের এ বিষয়ে স্বচ্ছ ধারনা থাকা আবশ্যক। এতে বিনিয়োগকারীরা কোথায় কতোটুকু বিনিয়োগের রিটার্ন আসবে বুঝতে পারবেন। তবে বুঝেশুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিরাপদ কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কম থাকে। নির্দিষ্ট সময় শেষে লভ্যাংশ ও মূলধনি মুনাফা দুদিক থেকেই লাভবান হওয়ার সুযোগ বাড়ে।

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান মনে করেন অস্বাভাবিক হারে মুনাফা করার জায়গা পুঁজিবাজার নয়। তিনি বলেন, পুঁজিবাজারে এমনভাবে বিনিয়োগ করা ঠিক না যে, আজ বিনিয়োগ করে কালই সেই অর্থ ১০ গুণ হয়ে যাবে। কিভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করা যায় এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে মুনাফা করার জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি থেকে শিখতে পারেন দেশের সাধারণ বিনিয়োগকারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এমএ রহমান। এ সময় বিএসইসির পরিচালক রেজাউল করিমসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.