আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ মে ২০১৮, রবিবার |

kidarkar

খালেদার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না স্বজনদের: মির্জা ফখরুল

শেয়ারবাজার ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ এক সাপ্তাহ ধরে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, যেটা আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে।’

‘গত সপ্তাহের শুক্রবার শেষবারের মতো তার সাথে পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পেয়েছিলেন। তারপর বার বার অনুরোধ করার পরও আজ পর্যন্ত জেল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাতের কোনো অনুমতি দেয়নি।’

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়ে আসছেন।

অসুস্থতার কারণে খালেদাকে গত ১০ মে দিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি।

ফখরুল বলেন, ‘পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না- জিজ্ঞাস করলে জেল কর্তৃপক্ষ বলেন যে, নিরাপত্তাজনিত কারণে দেওয়া হচ্ছে না।’

‘আমরা কিছুতেই বুঝতে পারি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। যারা সাক্ষাৎপ্রার্থী হচ্ছেন তারা সাক্ষাৎ করবেন, নিরাপত্তাজনিত কারণে কেন সাক্ষাৎ সম্ভব হবে না তা বুঝতে পারছি না।’

দলীয় প্রধানের অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমরা খবর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন তা আমরা জানতে পারছি না।’

‘আমরা আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জনগণের কাছে, সরকারের কাছে ও জেল কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগের কথা জানাতে চাই। অবিলম্বে অন্ততপক্ষে পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.