আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

কোন দিন, কোন দলের বিপক্ষে খেলবে টাইগাররা

শেয়ারবাজার ডেস্ক: প্রথমবারের মত ছয়টি দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। ‘বি’ গ্রুপে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও হংকং।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো খেলাই হবে সংযুক্ত আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে। বাংলাদেশকে গ্রুপ স্টেজের দুই খেলায় ভালো করে যেতে হবে সুপার ফোরে।

বাংলাদেশের খেলার সূচি:
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

প্রসঙ্গত, দুইটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব কটি খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও গাজী টিভি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.