আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০১৮, বুধবার |

kidarkar

বিএনপির শীর্ষ ৭ নেতার জামিন

শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতা মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা। এ মামলায় পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খানসহ বিএনপির সাত শীর্ষ নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৩ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা সকালে হাইকোর্টে যান। পরে শীর্ষস্থানীয় সাত নেতার অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে পৃথক তিনটি আবেদন করা হয়।

অন্তর্বর্তীকালীন জামিন আবেদনকারী নেতার হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এর আগে এই মামলার অপর দুই আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে মঙ্গলবার (২ অক্টোবর) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলটির ৫৫ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গত সোমবার হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩/১৪৪।

মামলার এজাহারে বলা হয়, রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেন।

পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.