আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ অক্টোবর ২০১৮, শনিবার |

kidarkar

জন্মদিনে মাশরাফির অনুরোধ

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা নামটা ভালোবাসার। অনন্ত আক্ষেপের নামও। চোট কাল হয়ে না দাঁড়ালে মাশরাফি আজ কোন উচ্চতায় থাকতেন কে জানে! আবার চোট থেকে বারবার ফিরে মাশরাফি নিজেকে যতটুকু উচ্চতায় নিয়ে গেছেন, সেটিও কম নয়। এক জীবন্ত ক্রীড়া উপাখ্যান! মাশরাফি তাই অনেকের জন্যই অনুপ্রেরণার অপর নাম। এমন একজন ক্রীড়াবিদের জন্মদিনে শুভেচ্ছার ডালি উপচে পড়াই স্বাভাবিক।

ঘটেছেও ঠিক তাই। গত কয়েক বছর ধরেই এই অবস্থা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের জন্মদিন মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে উপচে পড়া শুভেচ্ছাবার্তা। আবেগমথিত সব কথা আর হাজারো প্রো-পিকে মাশরাফির ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ঘটা করে পালিত হয়েছে তাঁর জন্মদিন। কেক কাটার উৎসব চলেছে অনেক জায়গায়। আর মাশরাফিকে খুদে বার্তায় শুভেচ্ছা জানানোর ঢল তো ছিলই। কাল পঁয়ত্রিশ বছর ছোঁয়ার মাইলফলকে দাঁড়িয়ে এতসব শুভেচ্ছায় মাশরাফি ভীষণ আপ্লুত।

ভক্তদের রাশি রাশি শুভেচ্ছার জবাবটা মাশরাফিকে দিতেই হতো। আর তাই কাল ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেখানে মাশরাফি বলেন, ‘প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতেই চাই। কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যেখানেই গিয়েছিল অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি। অনেক অনেক মেসেজ পেয়েছি।’

৫ অক্টোবর—এই দিনটা মাশরাফির পরিবারের জন্য বিশেষ একটি দিন। এই দিনে শুধু মাশরাফি নন চার বছর আগে জন্ম হয়েছিল তাঁর ছেলেরও। তা মনে করিয়ে দিয়ে সবার কাছে নিজের ও দলের জন্য দোয়া চাইলেন মাশরাফি, ‘অবশ্যই আজকের দিনটা আমাদের পরিবারের জন্য স্পেশাল। কারণ আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, আমাদের পুরো দলকে আপনারা এভাবে সমর্থন দেবেন। আপনাদের সমর্থনের জন্যই বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসতে পেরেছে। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারব।’

জন্মদিনে দেশের মানুষের কাছে একটি অনুরোধও রেখেছেন মাশরাফি। সেটি বাংলাদেশ নিয়ে। মাশরাফি বলেন, ‘আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারব আমরা। আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। আপনারা সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করব ইনশআল্লাহ।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.