আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

২ কোম্পানির লেনদেন তদন্তে বিএসইসির কমিটি

Alltex-and-Northernশেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ও অন্যান্য বিষয় তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)। কোম্পানিগুলো হলো: অলটেক্স ইন্ডাষ্ট্রিজ ও নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং কোম্পানি। এ জন্য পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিএসইসি ৫৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, অলটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির উপ-পরিচালক মোল্লা মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক রাকিবুর রহমানকে।

এ ছাড়া নর্দার্ণ জুটের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিচালক ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক মো. ইকবাল হোসেনকে।

কমিটিদ্বয়কে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.