আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার |

kidarkar

মন্দা বাজারেও লাগামহীন অলটেক্স ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজার রিপোর্ট:দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের টানা পতন সত্ত্বেও বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৯১ শতাংশ বেড়েছে। এছাড়া বছরের সর্বোচ্চ দরে রয়েছে অলটেক্সের শেয়ার দর।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর অলটেক্স কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় তাদের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে দুটি নতুন অবজেক্ট ক্লজ সংযুক্ত করা হবে। এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের অবজেক্ট ক্লজে কোম্পানি কি ধরণের ব্যবসা করবে সে তথ্য উল্লেখ থাকে। যেহেতু নতুন দুটি অবজেক্ট ক্লজ সংযুক্ত করা হবে তাই কোম্পানির ব্যবসার পরিধি বাড়ানো হতে পারে এমন খবরে এ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া হয়েছেন অনেকেই। তবে ক্রমাগত ডিভিডেন্ড না দেওয়া ও লোকসানি কোম্পানির এভাবে শেয়ার দর বৃদ্ধি কারসাজির নামান্তর বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, টানা ৭ কার্যদিবস ধরে কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক বৃদ্ধি সত্ত্বেও স্টক এক্সচেঞ্জ এখনও দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দেয়নি। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে বিএসইসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ারবাজারনিউজ ডটকমকে জানায়, আসলে মার্কেটের প্রতিটি কোম্পানির বিষয়েই কমিশনের ইন্সট্যান্ট মার্কেট ওয়াচ সফটওয়্যার কাজ করছে। এছাড়া যেসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সেগুলোর কারণ দর্শানোর নোটিশ স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে দেওয়া হয়। এক্ষেত্রে যে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বলে কমিশন বিবেচনায় করবে সেগুলোর ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন সাপেক্ষে কমিশন ব্যবস্থা নেবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, এ কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ রয়েছে ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। এ কোম্পানির ৪১.৮০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পারিচালকের কাছে, ৬.০৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে এবং ৫২.১৫শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে। এছাড়া গত তিন বছর ধরে লোকসানের কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন প্রকার ডিভিডেন্ড দিতে পারেনি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.